মুম্বই: ফের সিনেমার গান নিয়ে বিতর্ক। এবার আসন্ন হিন্দি ছবি ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’-এর নির্মাতাদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন মুম্বইয়ের এক বাসিন্দা।


অভিযোগকারী ৫৯ বছরের হরজিৎ সিংহের দাবি, ছবির একটি গান অত্যন্ত ‘কুরুচিকর’ এবং তার কথা একটি বিশেষ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত দিয়েছে।


এই প্রেক্ষিতে তিনি ছবির গায়ক-অভিনেতা দিলজিত দোসাঞ্জ, গীতিকার দানিশ সাবরি এবং সঙ্গীত পরিচালক সাজিদ ও ওয়াজিদের বিরুদ্ধে আইপিসি ধারা ২৯৪, ২৯৫এ এবং তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় মামলা করেন।


একই মামলা তিনি পঞ্জাব ও দিল্লির আদালতেও করেছেন। অভিযোগকারীর দাবি, ‘প্যান্ট মে গান হ্যায়’ গানটি অত্যন্ত অশ্লীল। তার কথা অত্যন্ত কুরুচিকর। সর্বোপরি তা দর্শকদের দেখার জন্য অনুপোযোগ্য। তাঁর আরও অভিযোগ, গানের মধ্য দিয়ে ঘৃণা, অহংকার, লোভ ও কামনার প্রসার করা হচ্ছে।


হরজিৎ সিংহের দাবি, গানে দেখা যাচ্ছে মুখ্য অভিনেতা দিলজিত শিখ পোশাক পরে কুরুচিপূর্ণ গান গাইতে গাইতে অশ্লীল ভঙ্গিতে নাচছেন। এতে শিখদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে।


আগামী শুক্রবার ছবিটি মুক্তি পেতে চলেছে।