পিটিয়ে বাঁদর খুন, ভিডিও তুলে পোস্ট, গ্রেফতার দুই নাবালক, এক তরুণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Dec 2017 03:43 PM (IST)
মুম্বই: বাঁদরকে পিটিয়ে মেরে ফেলেছিল ২৩ বছরের এক তরুণ। তার এই কৃতকর্মের সময় তার সঙ্গে ছিল দুই নাবালক বন্ধু। বাঁদর পেটানোর সেই ভিডিও ভাইরাল হয়ে যেতেই, তরুণ ও দুই নাবালককে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ। ঘটনাটি ঘটেছিল গত ১৬ ডিসেম্বর মহারাষ্ট্রের ওয়াশিম জেলার গ্রামকুরার রিসোদ তেহসিলে। গতকালই সেই মারধরের ভিডিওটি ভাইরাল হয়ে যায়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, পবন বাঙ্গার নামে ২৩ বছরের ওই তরুণ তার দুই বন্ধুর সঙ্গে মিলে গত ১৬ ডিসেম্বর ওই বাঁদরটিকে পাকড়াও করে, যখন ওই অবলা প্রাণীটি বাঙ্গারের বাড়িতে ঢুকে পড়ে। তারপর দুজন মিলে বেধড়ক মারে বাঁদরটিকে, যতক্ষণ প্রাণীটি মারা না যায়। আর এক নাবালক পুরো মারার ভিডিওটি রেকর্ড করে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেয়। এরপরই ভিডিওটি বন্যকর্মীদের নজরে আসে। ফরেস্ট অফিসার মোহন ভোসলে পুলিশে অভিযোগ দায়ের করলে, পবন বাঙ্গারকে গ্রেফতার করা হয়। বাঙ্গারকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে স্থানীয় আদালত। দুজন নাবালককে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে।