তমলুক: পূর্ব মেদিনীপুরের তমলুকে দেড় মাসের শিশুপুত্রকে খুনের অভিযোগে গ্রেফতার বাবা। ধৃতের নাম গোবিন্দ বায়েন। পুলিশ সূত্রে খবর, খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত। শিশুটিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অনুমান তদন্তকারীদের। খুনের কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। পরিবারের দাবি, শিশুটি শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিল। কিন্তু পরিবারে আর্থিক অনটন থাকায় খুন করা হতে পারে বলে অনুমান পুলিশের। অন্যদিকে খুনের পিছনে, এই সন্তান তাঁর নয় ---- এই সন্দেহের তথ্যেও উঠে আসছে। গতকাল বাড়ি থেকে কিছুদূর একটি খাল থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। ঘটনার পরই বাবাকে আটক করেছিল পুলিশ।