মুম্বই: নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩৮বছর বয়সি বাবা। বাবা তাকে বছরখানেক হল ধর্ষণ করে আসছে বলে স্কুলের শিক্ষিকাকে জানায় ১৪ বছরের মেয়েটি। তারপর শিক্ষিকা স্থানীয় এনজিও, জেলা শিশু কল্যাণ কমিটিকে বিষয়টি জানালে তারা পুলিশের কাছে যায়। অভিযুক্ত ব্যক্তি শহরতলি আন্ধেরিতে স্ত্রী, পাঁচ সন্তানকে নিয়েই থাকে। অভিযোগকারিনী তার বড় মেয়ে। পুলিশ জানিয়েছে, মেয়েটির মা সব জানতেন, কিন্তু অভিযুক্ত স্বামী পরিবারের একমাত্র রোজগেরে, তাই মুখ বুজে থাকতেন। ভারতীয় দন্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) ধারা, শিশুদের যৌন নিগ্রহ রোধ আইনে মামলা রুজু হয়েছে। অভিযুক্তের ২৩ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত।