চলন্ত বিমানে মহিলা যাত্রীর গায়ে হাত, বিকৃত যৌনাচার, গ্রেফতার
Web Desk, ABP Ananda | 30 Jun 2017 09:54 PM (IST)
নয়াদিল্লি: দশদিনের মাথায় চলন্ত বিমানে মহিলা যাত্রীর সঙ্গে পুরুষ যাত্রীর অশালীন আচরণের পুনরাবৃত্তি। ৩১ বছর বয়সি ওই পুরুষ যাত্রীকে গ্রেফতার করা হয়েছে বিমানে হস্তমৈথুন, মহিলা সহযাত্রীর গায়ে অশালীন ভাবে হাত দেওয়ার অভিযোগে। গত মঙ্গলবার ভোরের বেঙ্গালুরু-মুম্বই ফ্লাইটে সওয়ার হন দুজনে। বিমান রওনা দেওয়ার পরই ঘুমিয়ে পড়েন ওই মহিলা। সাবিন হামজা নামে পাশের পুরুষ সহযাত্রীটি সেই সুযোগে তাঁর গায়ে হাত দেন। আচমকা জেগে উঠে মহিলাটি দেখেন, লোকটি হস্তমৈথুন করছে। তিনি চিত্কার করে উঠতেই ছুটে আসেন বিমানসেবিকারা। ধরা পড়ে গিয়ে নিজের পোশাক ঠিক করতে করতেই হামজা দাবি করেন, তিনি কোনও খারাপ কাজই করেননি! তবে বিমানকর্মীরা মুম্বই বিমানবন্দরকে ঘটনাটি সম্পর্কে জানিয়ে দেন। বিমান মুম্বই বিমানবন্দরে নামতেই হামজাকে ধরেন সিআইএসএফ জওয়ানরা। এফআইআর রুজু করা হয়। হামজাকে নিয়ে যান জওয়ানরা। বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় লোকটিকে। গত ১৮ হায়দরাবাদ থেকে দিল্লিগামী ইন্ডিগো বিমান ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছনোর পর গ্রেফতার করা হয় বিমানের যাত্রী, ৫৬ বছর বয়সি এক ব্যক্তিকে। অভিযোগ, তিনি চলন্ত বিমানে হস্তমৈথুন করেন এক মহিলাকে দেখিয়ে। মহিলা যাত্রীটি বিমানকর্মীকে বলে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও নিরস্ত হননি ওই ব্যক্তি। যদিও পরে জামিনে ছাড়া পেয়ে যান তিনি।