হায়দরাবাদ: পুলিশ সেজে মামলা বন্ধ করার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগে গ্রেফতার হল এক ব্যক্তি।
বুধবার, অভিযুক্তকে গ্রেফতার করে হায়দরাবাদ পুলিশ। শাহিনায়াতগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম এম রাজেশ ওরফে রাজ। বয়স ৩২। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, রাজ তেলঙ্গানার একটি ওয়েব পোর্টালে সাংবাদিক হিসেবে কাজ করে।
অভিযোগ, তার সঙ্গে উঁচু পদস্থ আধিকারিকদের পরিচয় আছে জানিয়ে একাধিক মানুষের কাছ থেকে তাঁদের বিরুদ্ধে চলা বিভিন্ন মামলা বন্ধ করার প্রতিশ্রুতি দিত রাজ। এই ভাবে, সে বিভিন্নজনের থেকে বিভিন্ন সময়ে নগদ, এমনকী গাড়িও হাতিয়েছে বলে জানা গিয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। তার হেফাজত থেকে ৩৬ লক্ষ নগদ, চারটি গাড়ি, বিদেশ থেকে আনা ২টি ঘড়ি, ৯টি মোবাইল ফোন ও সোনার বাট ও গয়না বাজেয়াপ্ত করে। পাশাপাশি, বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শহরের বেগম বাজার এলাকার এক বাসিন্দার থেকে ৮৬ লক্ষ টাকা নেয় রাজ। পরিবর্তে সে ওই ব্যক্তিকে প্রতিশ্রুতি দেয়, তাঁর বিরুদ্ধে মৈনাবাদ পুলিশ থানায় চলা একটি মামলা সে বন্ধ করিয়ে দেবে।
এখানেই শেষ নয়। রাজের বিরুদ্ধে আরও অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে তাঁর পরিচিতি রয়েছে দাবি করে বন্দুকের লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অন্য একজনের থেকে সে ৩০ লক্ষ টাকা নেয়। অভিযুক্তের বিরুদ্ধে ভুয়ো বন্দুক লাইসেন্স তৈরি করার মামলা দায়ের হয়েছে।
প্রসঙ্গত, এই প্রথমবার নয়। এর আগেও রাজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছিল ২০০৪ সালে। সেই সময় মাদার টেরিজা ট্রাস্টের নামে কৃষকদের সঙ্গে প্রতারণা করায় অভিযুক্ত হয় রাজ। এছাড়া, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (জিএসআই) এক অবসরপ্রাপ্ত কর্মীকে গাড়ি ঋণ পাইয়ে দেওয়ার নামে ৩ লক্ষ টাকা প্রতারণা করেছিল সে। এছাড়া, এক ব্যক্তির থেকে গাড়ি কিনে তাঁকে ভুয়ো চেক দেওয়ার অভিযোগও রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে।