সোস্যাল মিডিয়ায় মোদীর বিকৃত ছবি, গ্রেফতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 May 2016 10:31 AM (IST)
বেঙ্গালুরু: সোস্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদীর মরফ করা বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে গ্রেফতার কোপ্পালের এক বাসিন্দা। ছবিতে দেখা যাচ্ছে, তেলঙ্গানা বিধানসভার অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) সদস্য আকবরউদ্দিন ওয়েইসির পায়ে মাথা ঠুকছেন প্রধানমন্ত্রী। উগ্র, উসকানিমূলক ভাষণ দেন, এমন পরিচিতি আছে হায়দরাবাদের এমপি আসাদুদ্দিন ওয়েইসির এই ভাইয়ের। সোস্যাল মিডিয়ায় মোদীর বিতর্কিত ছবিটি দেখে পুলিশের কাছে অভিযোগ জানান বিজেপি কর্মীরা। তার ভিত্তিতে গ্রেফতার করা হয় কোপ্পালের গঙ্গাবতী এলাকার বাসিন্দা ওই ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ ধারায় (ধর্ম, জাত, জন্মস্থান, আবাস, ভাষার ভিত্তিতে বিভিন্ন সম্প্রদায়, গোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি, সামাজিক সম্প্রীতি বহাল রাখার পরিপন্থী কাজ করা) অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁকে ১৮ মে পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।