লখনউয়ে ৩ বছরের ভাইঝিকে ধর্ষণ করল কাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Mar 2018 03:15 PM (IST)
লখনউ: উত্তর প্রদেশের ঠাকুরগঞ্জ শহরে ৩ বছর বয়সী ভাইঝিকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল লখনউ পুলিশ। মেয়েটি এখন কিং জর্জেস মেডিক্যাল ইউনিভার্সিটিতে মৃত্যুর সঙ্গে লড়ছে। শিশুটির বাবা লখনউ পুরনিগমে দিনমজুরের কাজ করেন। ঠাকুরগঞ্জে ঘর ভাড়া নিয়ে গত কয়েক বছর ধরে রয়েছেন তিনি। শুক্রবার বিকেলে বাড়ির বাইরে খেলার সময় নিখোঁজ হয়ে যায় শিশুটি। পরে স্থানীয় একটি পরিত্যক্ত নির্মীয়মাণ বাড়িতে উদ্ধার হয় সে। অভিযোগ, তার কাকা তাকে ভুলিয়ে ওই বাড়িতে নিয়ে যায়, তারপর শারীরিক নিগ্রহ করে চম্পট দেয়। মেয়েটির অবস্থা গুরুতর বলে খবর। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে, তদন্তে নেমেছে পুলিশ।