ঠাণে (মহারাষ্ট্র): নাতনিকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার দাদু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঠাণে জেলায়।


বদলাপুর (পূর্ব) পুলিশ স্টেশনের ইন্সপেক্টর ডি পি রাজভোজ জানান, ১৮ বছরের নির্যাতিতা বাবা-মায়ের সঙ্গে রাজস্থানের জয়পুরে থাকে। গতমাসে সে বদলাপুরে দাদু-দিদার সঙ্গে থাকতে এসেছিল।


অভিযোগ, গত ১ জুলাই, দিদা যখন একটি কাজে বাড়ির বাইরে ছিলেন, সেই সুযোগে ৫০ বছরের অভিযুক্ত নির্যাতিতাকে ঘরের মধ্যে আটকে মাটিতে ফেলে পাশবিক অত্যাচার চালায়।


পুলিশ জানায়, যুবতীর বাবা-মা পেশায় নির্মাণ শ্রমিক। তাঁদের মাঝেমধ্যেই কাজের জন্য বিভিন্ন শহরে ঘুরতে হয়। এরপর ৩ জুলাই রাতে মেয়েটি দাদু-দিদার বাড়ি থেকে পালিয়ে বাড়ি যাওয়ার জন্য বদলাপুর থেকে ট্রেনে চাপে। কিন্তু, ভুলবশত সে বান্দ্রা স্টেশনে চলে আসে।


স্টেশনে কর্তব্যরত আরপিএফ কর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনা জানতে পারেন। এরপর তাঁরাই যুবতীকে ঠাণে পুলিশ স্টেশনে নিয়ে যান। সেখানে অভিযোগ দায়ের হয়। অভিযুক্তের বিরুদ্ধে ৩৭৬ সহ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা হয়।


বুধবার, অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাকে আদালতে পেশ করা হলে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। নির্যাতিতাকে রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে তার বাবা-মাকে।


অন্য একটি ঘটনায়, তেলঙ্গনার করিমনগরের চিগুরুমামিডি শহরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, পেশায় শ্রমিক ওই অভিযুক্ত এক আত্মীয়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে উপস্থিত ছিল ওই কিশোরী, যে অভিযুক্তের আত্মীয়াও বটে।


অভিযোগ, বাড়ির বাইরে নিয়ে গিয়ে কিশোরীর ওপর শারীরিক নির্যাতন চালায় অভিযুক্ত। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে।