নয়াদিল্লি: মৃত মহিলার দেহের ওপর যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার যুবক।
দিল্লি পুলিশ জানিয়েছে, অনিল নামে ২৪ বছর বয়সি ছেলেটিকে দক্ষিণ পূর্ব দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে এক মৃত মহিলার দেহের সঙ্গে ‘বিকৃত যৌন সংসর্গে’র অভিযোগে। ছেলেটি মাদকাসক্ত, তার মানসিক স্থিতিশীলতাও নেই বলে জানিয়েছেন এক পুলিশকর্তা। তিনি বলেন, গত ৪ ডিসেম্বর দুপুরে অনিলকে যমুনার ধারে সরাই কেলা খান বাসস্ট্যান্ডের কাছে ফেলে দিয়ে যাওয়া মহিলার দেহের সঙ্গে যৌন সংসর্গ করতে দেখেন জনৈক পথচারী। তিনি পিসিআরকে খবর দিলে ঘটনাস্থলে যায় পুলিশের টহলদার দল। তারা পাকড়াও করে অভিযুক্তকে।
তার মানসিক পরিস্থিতির কথা মাথায় রেখে অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তার শারীরিক ও মানসিক অবস্থা পরীক্ষা করে দেখতে বলা হয়েছে জেল কর্তৃপক্ষকে, জানিয়েছেন ওই পুলিশকর্তা।
জানা গিয়েছে, মৃত মহিলার বয়স তিরিশের কোঠায়। তাকে শনাক্ত করা যায়নি। পাথর দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে মেরে তার মুখ থেঁতলে দেওয়া হয়েছে।
প্রাথমিক জেরায় অনিল জানিয়েছে, সে আরও একজনের সঙ্গে ওই দেহের ওপর যৌন নিগ্রহ করেছে। তবে সত্যিই অন্য কেউ জড়িত ছিল কিনা, তা পুলিশ খতিয়ে দেখছে বলে জানান ওই অফিসার।
অবশ্য সে ওই মহিলাকে খুন করেনি বলে দাবি অনিলের। পুলিশ মৃত মহিলা ও তার হত্যাকারীর পরিচয় জানার চেষ্টা করছে। মহিলাকে হত্যার আগেও যৌন অত্যাচার করা হয়েছিল কিনা, তাও পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছেন ওই অফিসার।
মৃত মহিলাকে যৌন নিগ্রহের অভিযোগ, গ্রেফতার যুবক
Web Desk, ABP Ananda
Updated at:
06 Dec 2016 10:31 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -