লখিমপুর (উত্তরপ্রদেশ): ঘুমের মধ্যে চুল কেটে নিয়ে যাচ্ছে অদৃশ্য কেউ! উত্তর ভারতজুড়ে আতঙ্ক ছড়িয়েছে মহিলাদের মধ্যে। তার মধ্যেই গুজবের আগুনে ঘি ঢালার অভিযোগে গ্রেফতার একজন।

এখানকার গারদাহা গ্রামপ্রধানের স্বামী জাহির খান নামে গ্রেফতার হওয়া লোকটি নাকি সোস্যাল মিডিয়ায় চাউর করে দেয়, এলাকার কয়েকটি গ্রাম টার্গেট করেছে চুল কেটে নেওয়া একটি গ্যাং। কিন্তু পরে খবরটি ভিত্তিহীন গুজব বলে প্রমাণিত হয়।

গোলা কোতোয়ালির পুলিশ ইনস্পেক্টর দীপক শুক্লার হোয়াট্যাপআপ নম্বরে ওই মেসেজ ফরোয়ার্ড করা হয়েছে। তিনি বলেন, আমি বার্তাপ্রেরককে ফোন করি, তার লোকেশন জানার পর তাকে গ্রেফতার করা হয়। সে ওই বার্তার সত্যতা ব্যাখ্যা করতে পারেনি। জাহিরের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করা হয়েছে।