নয়াদিল্লি: মেট্রো স্টেশনে দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর পিছু ধাওয়া ও শ্লীলতাহানির অভিযোগ অক্ষয় গুপ্ত নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ১৯ বছরের ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অক্ষয়কে গ্রেফতার করে।
ওই ছাত্রীর অভিযোগ, এক তুতো বোনের সঙ্গে মধ্য দিল্লির পুলবঙ্গাস মেট্রো স্টেশনে গিয়েছিলেন তিনি। সেখানে অভিযুক্ত তাঁর শ্লীলতাহানি করে এবং গালিগালাজ করতে শুরু করে।
তার বন্ধুত্বের প্রস্তাবে রাজি না হলে ছাত্রীকে খুনেরও হুমকি দেয় ২২ বছরের অক্ষয়। ছাত্রীর অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তাঁর পিছু ধাওয়া করছে অক্ষয়।
ডেপুটি পুলিশ কমিশনার (মেট্রো) পঙ্কজ কুমার সিংহ বলেছেন, রিথালা মেট্রো থানায় একটি মামলা রুজু হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। আদালত তার বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর পিছু ধাওয়া ও শ্লীলতাহানি, গ্রেফতার যুবক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Aug 2017 02:23 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -