নয়াদিল্লি: অরবিন্দ কেজরীবালের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। কিন্তু নিয়মমাফিক দেহতল্লাশির সময় তাঁর কাছ থেকে বুলেট উদ্ধার হওয়ায় গ্রেফতার করা হয়েছে ৩৯ বছর বয়সি এক ব্যক্তিকে। ধৃত মহম্মদ ইমরান করোলবাগ এলাকার মসজিদ বাওলি ওয়ালির কেয়ারটেকার ও মুয়াজ্জিম, সিলামপুরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, গত সপ্তাহে দিল্লি সচিবালয়ে কেজরীবালকে লঙ্কার গুঁড়ো ছুঁড়ে মারে একজন। তারপরই এই ঘটনা।
সোমবার দিল্লির মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে জনতা দরবারে যাচ্ছিলেন ইমরান। সকাল সওয়া ১১টা নাগাদ তিনি জনতা দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন বলে জানিয়েছে পুলিশ। দিল্লি ওয়াকফ বোর্ডের কর্মচারীদের বেতন বৃদ্ধির ব্যাপারে আলোচনার জন্য ১২ জন ইমাম, মৌলবীও তাঁর সঙ্গে ছিলেন। কেজরীবালের বাসভবনে মোতায়েন নিরাপত্তা রক্ষীদের তল্লাসির সময় ৩.২ বোরের একটি তাজা কার্তুজ বেরয় ইমরানের পার্স থেকে। তাঁকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় সিভিল লাইনস থানায় এ ব্যাপারে মামলা রুজু করা হয় বলে জানান এক শীর্ষ পুলিশ অফিসার। জিজ্ঞাসাবাদের সময় ইমরান জানান, তিনি করোলবাগের মসজিদ বাওলি ওয়ালির মুয়াজ্জিম। ২-৩ মাস আগে মসজিদের ডোনেশন বাক্সে তিনি ওই কার্তুজ পান। ভেবেছিলেন, যমুনা নদীতে সেটি ফেলে দেবেন, কিন্তু তা আর হয়ে ওঠেনি, পার্সেই রেখে দেন।
যদিও তদন্ত করে দেখা হচ্ছে, ইমরান সত্যি বলছেন কিনা।
কেজরীবালের বাসভবনে ‘জনতা দরবারে’ যাচ্ছিলেন, পার্সে তাজা বুলেট মেলায় গ্রেফতার মসজিদের কেয়ারটেকার
Web Desk, ABP Ananda
Updated at:
27 Nov 2018 12:25 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -