নয়াদিল্লি: দিল্লির মঙ্গলপুরী এলাকায় এক ব্যক্তিকে সশস্ত্র দুষ্কৃতীদের হাত থেকে বাঁচাল তাঁর পোষা কুকুর।
ওই ব্যক্তির নাম রাকেশ। সরকারি এই কর্মী গতকাল সন্ধেয় বাড়ির বাইরে দাঁড়িয়ে পোষা কুকুর টাইসনকে খাওয়াচ্ছিলেন। সে সময় ৪-৫ জন অপরিচিত ব্যক্তি তাঁর ওপর ছুরি নিয়ে হামলা চালায়।
কিন্তু ঝাঁপিয়ে পড়ে টাইসন। হামলাকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে সেই বাঁচায় ৫৮ বছরের রাকেশকে। তার আঁচড়ে কামড়ে হামলাকারীরা গুরুতর জখম হয়। তারাও টাইসনের ওপর ছুরি দিয়ে হামলা করে কিন্তু সে লড়াই ছাড়েনি।
তাকে সামলাতে না পেরে গুন্ডারা এলাকা ছেড়ে চম্পট দেয়।
এর মধ্যে হইচই শুনে রাকেশের বাড়ির লোক বাইরে বেরিয়ে আসেন। রাকেশ ও টাইসন দুজনকেই নিয়ে যাওয়া হয় চিকিৎসকের কাছে। পুলিশ অভিযুক্তদের সনাক্ত করতে পেরেছে, তাদের গ্রেফতার করার চেষ্টা চলছে।
দিল্লিতে ছুরি হাতে দুষ্কৃতী হামলা, মালিককে বাঁচাল পোষা কুকুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Oct 2017 11:16 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -