বিজনৌর:  তিন মাসে দুবার, একাদশ শ্রেণীর ছাত্রীকে চোখে লঙ্কা গুঁড়ো ছুঁড়ে আক্রমণ ২২ বছরের তরুণের। কিন্তু এখনও পর্যন্ত দোষীর বিরুদ্ধে কড়া কোনও ব্যবস্থা গ্রহণ না করায় পুলিশের বিরুদ্ধে তোপ আক্রান্তের বাবা-মায়ের। তাঁদের দাবি এর আগেও একবার অভিযুক্তকে গ্রেফতারের পর ছেড়ে দেয় পুলিশ। এই কারণেই ফের আবার এমন দুঃসাহসিক কাজ করার সাহস পেল সে।  গতকাল এই ঘটনার পর বুন্দু নামে ওই ছেলেটি এলাকা থেকে পালিয়ে যায়। আপাতত এলাকারই এক স্থানীয় হাসপাতালে চিকিত্সাধীন কিশোরীটি। পুলিশ জানিয়েছে, তিন মাস আগেও একইভাবে ওই কিশোরীকে আক্রমণ করেছিল ওই ছেলেটি। তবে সেই ঘটনার পর থানায় অভিযোগ জানিয়েছিলেন কিশোরীর বাবা-মা। তবে তাঁদের দাবি সেসময় অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করেনি স্থানীয় প্রশাসন। এই ঘটনায় স্থানীয় প্রশাসনের প্রধান শৈলেন্দ্র প্রতাপ গৌতমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আক্রান্তের বাবা-মা লিখিত অভিযোগ দায়ের করলে, তারা অবিলম্বে ব্যবস্থাগ্রহণ করবে।