নয়াদিল্লি: দিল্লি সংলগ্ন কানঝাওলা এলাকায় এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলল চার ভাই মিলে। ওই ব্যক্তির অপরাধ ছিল, তিনি ওই চার ভাইয়ের ছোট বোনের সঙ্গে প্রেম করতেন। চারজনের মধ্যে তিন অভিযুক্ত রাজু (৩২), সুরেশ (২৭), হেমরাজ (২৬)কে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে রাজু আবার মৃত ব্যক্তির সম্পর্কে ভগ্নিপতি। খুনে অভিযুক্ত চতুর্থ ব্যক্তি রবি পলাতক।
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি শৈলেন্দ্রর দেহ রাজুর বাড়ি থেকেই উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, রাজুর মুখে-চোখে একাধিক আঘাতের চিহ্ন ছিল।
প্রথমে রাজু পুলিশকে ভুল তথ্য দিয়ে সত্য গোপনের চেষ্টা করেছিল। রাজু জানায় শৈলেন্দ্র আনন্দপুর ধামে সাপ্তাহিক বাজারে গিয়েছিল। সেখানে গিয়ে এক মহিলাকে দেখে কটূক্তি করায়, আমজনতা ক্ষেপে গিয়ে তাঁকে বেধড়ক মারে। এরপর ক্ষুব্ধ জনতার থেকে শৈলেন্দ্রকে বাঁচিয়ে রাজু নিজের বাড়ি তাঁকে নিয়ে, গতকাল সেখানে তাঁর মৃত্যু হয়।
যদিও পরে পুলিশি জেরার সামনে সে ভেঙে পড়ে, এবং সত্যিটা বলে দেয়। রাজু জানায়, সে তার আরও তিন ভাইকে সঙ্গে নিয়ে স্টিক, বেল্ট ও পাইপ দিয়ে পিটিয়ে শৈলেন্দ্রকে মেরে ফেলে।
প্রসঙ্গত, এক সময় শৈলেন্দ্র তাঁর বোন ও ভগ্নিপতি রাজুর সঙ্গেই থাকতেন। সেইসময় রাজুর ছোট বোনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে শৈলেন্দ্রর। ঘটনার কথা জানাজানি হলে, সম্পর্কে আপত্তি জানায় রাজু ও তার পরিবার। এরপরই শৈলেন্দ্র অন্য বাড়িতে গিয়ে থাকা শুরু করে। জুনের ১১ তারিখ রাজুর বোনের সঙ্গে দেখা করতে আসেন শৈলেন্দ্র। তখনই তাঁকে পিটিয়ে মেরে হয়। ঘটনার সময় শৈলেন্দ্রর বোন বাপেরবাড়ি গিয়েছিলেন।
বোনের সঙ্গে প্রেম, দিল্লি সংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে পিটিয়ে মারল চার ভাই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Jun 2018 01:49 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -