দুর্ঘটনাবশত গায়ে বৃষ্টির জল ছেটানোয় এক ব্যক্তিকে পিটিয়ে মারল দুই পথচলতি যুবক
web desk, ABP Ananda | 05 Jul 2016 09:36 AM (IST)
নয়াদিল্লি: গায়ে দুর্ঘটনাবশত বৃষ্টির জল এসে পড়ায়, এক ব্যক্তিকে পিটিয়ে মারল দুই পথচলতি মানুষ। ঘটনাটি ঘটেছে মধ্য দিল্লির আনন্দপর্বত এলাকায়। তবে এই ঘটনার ঘন্টাখানেকের মধ্যেই এই হত্যার দায়ে অভিযুক্ত শশী ভূষণ (৩২) এবং পঙ্কজ (২৮)কে গ্রেফতার করে পুলিশ। ঘটনার সূত্রপাত রবিবার বিকেলে, যখন বৃষ্টির পর আনন্দপর্বত ইন্ডাস্ট্রিয়াল এলাকায় গলি নম্বর চার-এর কাছ দিয়ে দুই অভিযুক্ত যুবক যাচ্ছিল। সেই সময় দুর্ঘটনাবশত তাদের গায়ে বৃষ্টির জল ছুঁড়ে ফেলেন আক্রান্ত ব্যক্তি রাধে শ্যাম। রাগে অগ্নিশর্মা হয়ে, ওই দুই পথচলতি যুবক রাধে শ্যামকে কাঠের তক্তা দিয়ে মারতে শুরু করে। এরপর রাত দশটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ এসে শ্যামকে লেডি হার্ডিঙ্গে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকেরা। আনন্দপর্বত থানায় ওই দুই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। যে কাঠের তক্তা মারার জন্যে ব্যবহার করা হয়েছিল এবং যে মোটরবাইকে করে দুই অভিযুক্ত যুবক পালায় সে দুটিও উদ্ধার করা হয়েছে।