রাঁচি:  ঝাড়খণ্ডের দেওড়ি থানার অন্তর্গত গিরিডি জেলার গ্রামে এক ব্যক্তির বাড়ির বাইরে থেকে মরা গরু উদ্ধার হয়। সেই দেখে উত্তেজিত জনতা ওই ব্যক্তিকে বেধড়ক মারতে শুরু করে। তারপর তাঁর বাড়িও আংশিক জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে।

পুলিশ সূত্রে খবর, দেওড়ি থানার বেরিয়া হাতিয়াতান্ড গ্রামে ঘটনাটি ঘটেছে। আক্রান্ত ব্যক্তির নাম উসমান আনসারি। রাঁচির থেকে ২০০ কিমি দূরে অবস্থিত এই গ্রামটি। সেখানেই উসমানের বাড়ির বাইরে থেকে মঙ্গলবার দুপুরে একটি মরা গরু উদ্ধার করে একদল জনতা। তারপর তারা নিজেরাই আইন হাতে তুলে নিয়ে উসমানকে বেধড়ক মারতে শুরু করে। যখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ততক্ষণে আনসারিকে মেরে, তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে উত্তেজিত জনতা।

এমনকি পুলিশ এসে যখন আনসারিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনও বাধা দেয় উত্তেজিত জনতা। পুলিশকে লক্ষ্য করে পাথরও ছোঁড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এরপর শূন্যে গুলি চালায় পুলিশ, জানিয়েছেন ঝাড়খণ্ড পুলিশের এডিজি অপারেশন আর.কে.মৌলিক।

গুলি চালানোর ঘটনায় এক ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এদিকে উত্তেজিত জনতার থেকে ছোঁড়া পাথরের ঘায়ে ৫০ জন পুলিশকর্মী আহত হয়েছে বলে জানা গিয়েছে।

আপাতত ধানবাদের একটি হাসপাতালে উসমান এবং গুলিতে আহত ব্যক্তির চিকিত্সা চলছে। দুজনের অবস্থাই স্থিতিশীল। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে আপাতত ২০০ পুলিশ মোতায়েন রয়েছে।