সন্দেহের বশে স্ত্রীকে ‘কুত্সিত’ করতে নাক কামড়ে ছিঁড়ে নিল স্বামী
ABP Ananda, web desk | 15 Sep 2016 12:05 PM (IST)
শাহরানপুর: স্ত্রী অন্যজনের প্রতি আসক্ত। এই সন্দেহের জেরে স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে নিলে স্বামী। স্ত্রীকে যাতে কুত্সিত দেখায় সেইজন্যই সঞ্জীব রাঠোর নামে এক ব্যক্তি স্ত্রী কমলেশের নাক কামড়ে দিলেন বলে অভিযোগ। সাত বছর আগে বিয়ে হয়েছে এই দম্পতির। তাঁদের একটি ছয় বছরের কন্যা সন্তান রয়েছে। শাহরানপুরের নারোথা হন্সরাম গ্রামে এই ঘটনা ঘটেছে। প্রতিবেশীরা জানিয়েছেন, সঞ্জীব খুবই 'বদরাগী'। গত বুধবার সকালে কোনও একজনের সঙ্গে ফোনে স্ত্রীর কথপোকথনে ক্ষুব্ধ হন সঞ্জীব। স্ত্রীর সঙ্গে কলহ শুরু করেন তিনি। এরইমধ্যে কামড় বসিয়ে ছিঁড়ে দেন স্ত্রীর নাক।ঘটনার সময় মত্ত অবস্থায় ছিলেন সঞ্জীব। কমলেশের বাবা-মা এই ঘটনায় সঞ্জীবের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে। অভিযুক্ত সঞ্জীব ফেরার বলে জানা গিয়েছে।