আজমের-এ ২৬ বছরের স্ত্রীকে তালাক দিয়ে হাজতে ৬০ বছরের স্বামী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Aug 2019 06:55 PM (IST)
রাজস্থানের আজমেরের ঘটনা। ২৬ বছরের স্ত্রীকে তিন তালাক দিয়ে গ্রেফতার ৬০ বছরের স্বামী।
আজমের: রাজস্থানের আজমেরের ঘটনা। ২৬ বছরের স্ত্রীকে তিন তালাক দিয়ে গ্রেফতার ৬০ বছরের স্বামী। বৃহস্পতিবার সালিমুদ্দিন নামের ৬০ বছরের ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ। সালিমুদ্দিনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮-এ (বিবাহিত মহিলাদের ওপর নির্যাতন) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অফিসার হেমরাজ জানিয়েছেন, “২০১৭ সালে তাদের বিয়ে হয়। বিয়ের মাস খানেক পর থেকেই মহিলাকে নির্যাতন করত তাঁর স্বামী।” একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, এই ঘটনায় কীভাবে তিন তালাক আইন বলবৎ করা যায়, সে বিষয়ে কৌশলীদের সঙ্গে আলাপ আলোচনা করছেন তারা।