ঠানে: ঝগড়ার জেরে এক শিশুর ওপর পোষা বাঁদর লেলিয়ে দিলেন প্রতিবেশী। বাঁদরের কামড়ে জখম হল ওই শিশু।
পুলিশ জানিয়েছে, ওই বাঁদরের মালিকের বিরুদ্ধে আহত শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।
কাশিমিরা থানার পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, অভিযুক্ত ও তাঁর প্রতিবেশী আসগারালি খানের মধ্য দীর্ঘদিন ধরেই তুচ্ছ কারণে ঝগড়াঝাঁটি লেগেই থাকত। বৃহস্পতিবার ফের দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়া বেঁধে যায়। ওই সময়ই অভিযুক্ত তাঁর বাঁদরকে শিশুর ওপর লেলিয়ে দেন। বাঁদর শিশুটিকে কামড়ে দেয়।
স্থানীয় হাসপাতালে চিকিত্সার পর শিশুটিকে ছেড়ে দেওয়া হয়েছে। সমগ্র ঘটনার বিস্তারিত তদন্ত করছে পুলিশ।
ঝগড়ার জেরে বাঁদর লেলিয়ে দিলেন প্রতিবেশী, কামড়ে জখম শিশু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Mar 2018 11:42 AM (IST)
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -