সলমন-ফ্যান স্ত্রী-র জন্য ‘সুলতান’-এর গোটা শো বুক করলেন স্বামী!
web desk, ABP Ananda | 07 Jul 2016 12:54 PM (IST)
ধরমশালা (হিমাচল প্রদেশ): স্ত্রীকে বোধহয় এ ভাবেই ভালবাসতে হয়। সে যা ভালবাসে, তাকে সেটাই উপহার দিতে হয়। অন্তত তেমনই দেখালেন হিমাচল প্রদেশের হামিরপুরের শঙ্কর মুসাফির। বিয়ে হয়েছে এপ্রিলে। এখনও চোখে প্রেমের আবেশ। স্ত্রী গীতাঞ্জলী সলমন খানের দারুণ ফ্যান। তাঁকে খুশি করতে গতকালই এখানকার গুরুকূল মল-এ বৃহস্পতিবার রিলিজ হওয়া সলমন-অনুষ্কা অভিনীত ‘সুলতান’-এর একটা গোটা শো আগাম বুক করে ফেলেন তিনি! মলের এমডি অমিত ঠাকুর বলেছেন, মুসাফির আমার কাছেই বুকিং কনফার্ম করেন। ভেবেছিলাম, বোধহয় ১২০ জনকে নিয়েই আসবেন তিনি। কিন্তু হতবাক হয়ে গেলাম। মুসাফিরের সঙ্গে শুধু তাঁর স্ত্রী, আর কেউই ছিলেন না। অর্থাত গোটা হলে ছিলেন শুধু দুজন। মুসাফির, আর তাঁর স্ত্র্রী!