শাদোল: ওড়িশার কালাহান্ডির পর এবার মধ্যপ্রদেশের শাদোল। ফের একবার মুখ পুড়ল উন্নত ভারতের।
শাশুড়ির দেহ সাইকেলে চাপিয়ে ২০ কিলোমিটার দূরে শ্বশুরবাড়ির গ্রামে পৌঁছন গোরে সিংহ। গোটা রাস্তা পায়ে হেঁটেছেন তাঁর স্ত্রী।
আমিলিহা গ্রামের বাসিন্দা রাম বাই শাদোলের কাথারিতে মেয়ের বাড়ি গিয়েছিলেন। অসুস্থ হয়ে সেখানেই মৃত্যু হয় বছর ৭০-এর বৃদ্ধার। জামাই গোরে সিংহর দাবি, শাশুড়ির দেহ আমিলিহায় নিয়ে যাওয়ার জন্য কোনও শববাহী গাড়ি বা অ্যাম্বুল্যান্স মেলেনি। অগত্যা শাশুড়ির দেহ সাইকেলে চাপিয়ে ২০ কিলোমিটার পথ পাড়ি দেন গোরে সিংহ। এর আগে স্ত্রীর দেহ কাঁধে নিয়ে ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন ওড়িশার কালাহান্ডির দানা মাঝি।
শববাহী গাড়ি না মেলায় শাশুড়ির দেহ সাইকেলে চাপিয়ে ২০ কিমি পথ গেলেন জামাই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Sep 2016 07:55 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -