চেন্নাই: ননস্টপ ইডলি ভক্ষণ প্রতিযোগিতা। সময় ৩ মিনিট, জল টল খাওয়া চলবে না। মহা উৎসাহে এ ধরনের প্রতিযোগিতায় যোগ দেন তামিলনাড়ুর মানুষ। আর এই প্রতিযোগিতাই একজনের জীবনহানির কারণ হল।
মৃতের নাম এস চিন্নাথাম্বি। ৪২ বছরের এই যুবক পান্ডিকুড়ি গ্রামের বাসিন্দা ছিলেন। মঙ্গলবার সন্ধেয় পোঙ্গল উপলক্ষ্যে ইডলি খাওয়ার প্রতিযোগিতায় যোগ দেন তিনি।
প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় ভারতীয়ার ইউথ অ্যাসোসিয়েশন। তাদের করলা আর কাঁচা লঙ্কা খাওয়ার প্রতিযোগিতা বিশেষ জমেনি। তাই মানুষকে আকর্ষণ করতে এবার তারা আয়োজন করে ইডলি খাওয়ার লড়াই। নিয়ম ছিল, ৩ মিনিটে যত বেশি সম্ভব ইডলি খেতে হবে, জলে চুমুক দিয়ে গলা ভেজানো চলবে না।
পেশায় রাঁধুনি চিন্নাথাম্বি সহ ১০ জন যোগ দেন এই প্রতিযোগিতায়। জল ছাড়া তাড়াহুড়ো করে ১২ তম ইডলি মুখে পুরে চিন্নাথাম্বির দম আটকে যায়। সঙ্গে সঙ্গে খবর য়ায় হাসপাতালে। কিন্তু অ্যাম্বুলেন্স এসে পৌঁছনোর আগেই মারা যান চিন্নাথাম্বি। তাঁর মৃত্যুতে শেষ হয় প্রতিযোগিতা।
৩ মিনিটে খেতে হবে যতগুলো সম্ভব ইডলি, ১২ নম্বরে এসে শ্বাসরোধ হয়ে মারা গেলেন এই ব্যক্তি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jan 2018 04:18 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -