নয়াদিল্লি: এক ব্যক্তি খাবার দিয়েছিল ছোট্ট এক কুকুর ছানাকে। খাবার দেখে আনন্দিত হয়ে বা আরও খাবারের আশায় সেই অবোধ কুকুর ছানাটি আঁচড় কেটে বসে সেই ব্যক্তির পায়ে। সেই রাগে কুকুর ছানার দুটো পা কেটে দিল অভিযুক্ত সেই ব্যক্তি। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকা অঞ্চলে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পুশুদের ওপর নিষ্ঠুরতা আইনে মামলা শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে। প্রমোদ নামের ওই ব্যক্তি কুকুর ছানাটিকে প্রথমে খাবার খেতে দিয়েছিল তার বাড়িতে। অবোধ প্রাণীটি কিছু না বুঝে ওই ব্যক্তির পায়ে আঁচড় কেটে দেয়। রেগে গিয়ে বাড়ির ভেতর থেকে ব্লেড নিয়ে এসে কুকুর ছানার দুটো পা কেটে দেয় প্রমোদ।