মুম্বই: ব্যক্তিগত শত্রুতার জেরে ৩৫ বছরের এক ব্যক্তিকে নিগ্রহের পর চরম লাঞ্ছনার শিকার হতে হলে। হামলাকারীদের মধ্যে একজন তার জুতোয় থুতু ফেলে ওই ব্যক্তিকে চাটতে বাধ্য করে। এ ধরনের অপমান সহ্য করতে পারেননি আক্রান্ত। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন তিনি। এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ মুম্বইয়ের কাফে প্যারেড এলাকা।
পুলিশ জানিয়েছে, ওই এলাকার একটি বাজারে গত শুক্রবার রাতে কাসিম শেখ নামে ওই ব্যক্তির ওপর চড়াও হয় চারজন। লোকজনের সামনেই তাঁকে মারধর করা হয়। এরপর এক হামলাকারী তার জুতোতে থুতু ফেলে কাসিমকে চাটতে বাধ্য করে।
চার হামলাকারীর কবল থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হন কাসিম। কিন্তু এক বাজার লোকজনের সামনে যে অপমান, লাঞ্ছনা তাঁকে করা হয়েছে, তার যন্ত্রণা থেকে মুক্তি পেতে শনিবার সকালে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন কাসিম।
পুলিশ কাসিমের বাড়ি থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে। সেই নোটে তাঁর চরম পদক্ষেপের জন্য চার আক্রমণকারীকে দায়ী করেছেন তিনি।
সুইসাইড নোটের ভিত্তিতে পুলিশ ইসমাইল শেখ (৪৭), আকবর শেখ (৩৫), আফজল কুরেশি (৪৪) এবং কারিয়া পাভসে (৪৫) নামে চারজনকে গ্রেফতার করেছে।