পুদুচেরি: স্ত্রী মদের টাকা দিতে অস্বীকার করেছেন। প্রচণ্ড রাগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন স্বামী। পুলিশ এসে দেখে, স্ত্রীরই শাড়ি গলায় পেঁচিয়ে স্বামী সিলিং থেকে ঝুলছেন। পুদুচেরির বাসিন্দা বছর পঞ্চাশের ওই ব্যক্তি পেশায় দিনমজুর। তাঁর নিয়মিত মদ খাওয়া নিয়ে প্রতিদিন স্ত্রীর সঙ্গে ঝগড়া হত। গতকালও তিনি বাড়ি ফিরে স্ত্রীর কাছে মদের টাকা চান। দিনমজুরের কাজ করে সংসার চালানো স্ত্রী তাঁর কষ্টার্জিত টাকা স্বাভাবিকভাবেই দিতে চাননি। নেশা করতে পারবেন না বুঝে স্বামী ছুটে একটি ঘরে ঢুকে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। পড়শিদের সাহায্যে দরজা ভেঙে ভেতরে ঢুকে মহিলা দেখেন, স্বামী ঝুলছেন। ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ।