কৌসাম্বী:  ওড়িশায় দানা মাঝিকাণ্ড, গাড়ি না পেয়ে মায়ের দেহ ভেঙেচুরে নিয়ে যাওয়ার ঘটনা, তারপর হালে বিহারে গাড়ি না পেয়ে মায়ের দেহ নিয়ে সন্তানের হাঁটার খবরে যে দেশের পরিস্থিতি একটুও বদলায়নি তা আরও একবার প্রমাণ হয়ে গেল। এবার কৌসাম্বীতে এক স্বামী তাঁর মৃত স্ত্রীর দেহ নিয়ে যাওয়ার জন্যে অ্যাম্বুলেন্স চেয়েও পেলেন না। অবশেষে সেই দুর্ভাগা স্বামীকে তাঁর স্ত্রীর দেহ নিয়ে যেতে হল স্ট্রেচারে করে।

প্রসঙ্গত, জেলা হাসপাতাল যেখানে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন ৩৫ বছরের ওই মহিলা, সেই হাসপাতাল কর্তৃপক্ষকেই এই কাণ্ডের জন্যে দুষেছেন মহিলার স্বামী। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এই ঘটনার খবর এলাকার স্থানীয় কিছু সংবাদমাধ্যমে সম্প্রচারিত হওয়ার পরই নড়েচড়ে বসে প্রশাসন। স্থানীয় টিভি চ্যানেলে সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে মহেশ চন্দ্র তাঁর স্ত্রী মালতী দেবীর দেহ স্ট্রেচারে করে টেনে বের করে নিয়ে যাচ্ছেন। এমনকি স্ট্রেচারে করে দেহ নিয়ে যাওয়ার জন্যেও আটশো টাকা চেয়েছিল হাসপাতালের কিছু কর্মী বলে অভিযোগে জানিয়েছেন মহেশ বাবু।

এই অভিযোগের বিষয় হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট জানিয়েছেন, দেহ বিনা পয়সায় হাসপাতাল থেকে রোগীর বাড়িতে নিয়ে যাওয়ার নিয়ম আছে। এধরনের কাজ কিছু বহিরাগতরা করে থাকতে পারে বলে তিনি জানিয়েছেন।