মুম্বই: এক টানা ১২ ঘণ্টার সার্জারি। করোটিতে প্রতিস্থাপিত হয়েছিল ৯ হাজার চুল। ৫০ ঘণ্টাও গেল না, মৃত্যু হল ব্যবসায়ীর। মৃত ব্যক্তির নাম এস কুমার চৌধরি। বয়স ৪৩। হাসপাতালের তরফে বলা হয়েছে, অ্যালার্জিক রিয়্যাকশনের কারণেই প্রাণনাশ হয়েছে তাঁর। পুলিশের তরফেও বলা হয়েছে ওই মৃত ব্যক্তির শরীরে অ্যানাফাইলাক্সিসের মতো মারাত্মক অ্যালার্জির উপসর্গ দেখা গিয়েছে। পওয়াইয়ের যে হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল, সেই বেসরকারি হাসপাতালের তরফে জানানো হয়েছে, এস কুমার চৌধরির মুখ ও ঠোঁট অস্বাভাবিক আকারে ফুলে উঠেছিল এবং তিনি শ্বাসকষ্টতেও ভুগছিলেন। শনিবার, ৯ মার্চ হাসপাতালেই মৃত্যু হয় এস কুমার চৌধরির। এই ঘটনায় তদন্তে নেমেছে মুম্বই পুলিশ।


যে হাসপাতালে এস কুমার চৌধরি চুল প্রতিস্থাপন করিয়েছিলেন সেখানকার-ই চর্ম বিশেষজ্ঞ তাঁর বক্তব্যে জানিয়েছেন, ওই ব্যবসায়ী চেয়েছিলেন এক বারেই তাঁর করোটিতে ৯ হাজার চুল প্রতিস্থাপিত করা হোক, যেটা চিকিত্সা বিজ্ঞানের পরিপন্থী। যেখানে এক বারে ৩ হাজার চুল প্রতিস্থাপনই নীতি বিরুদ্ধ সেখানে তিন গুণ বেশি চুল প্রতিস্থাপন স্বাভাবিকভাবেই মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে মুম্বইয়ের ব্যবসায়ীর। যদিও ওই ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ নিয়ে এখনও সন্দিহান তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত এখনও কোনও সরকারি বয়ান দেয়নি পুলিশ।