জয়পুর: রাজস্থানের আলওয়ার জেলায় এক ব্যক্তিকে পিটিয়ে মারল গোরক্ষকরা। নিহত ব্যক্তির নাম পেহেলু খান, তিনি হরিয়ানার বাসিন্দা।


প্রসঙ্গত, নিহত ব্যক্তি গরু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কাজ করতেন। সেটাকে গরু পাচার ভেবে একদল গোরক্ষক তাঁকে বেধড়ক মারেন। এরপর তাঁকে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় পেহেলু ছাড়া আরও চারজনকে বেধড়ক পেটায় গোরক্ষকরা। সূত্রের খবর, আক্রান্ত ব্যক্তিরা গোরক্ষকদের সমস্ত বৈধ তথ্যও দেখিয়েছিলেন, যেখান প্রমাণ ছিল, তাঁরা গরুগুলো কিনেছিলেন। ঘটনাটি ঘটে গত পয়লা এপ্রিল আট নম্বর জাতীয় সড়কে। বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরঙ্গ দল থেকে স্বীকৃতিপ্রাপ্ত গোরক্ষকরা সন্দেহ করে ওই ব্যক্তিরা গরু পাচার করছে। এরপরই তাঁদের ওপর শুরু হয় বেধড়ক মার।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ছজন ব্যক্তি সহ দুশোজন অপরিচিত ব্যক্তির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, গরু ভর্তি ট্রাকগুলি জয়পুর থেকে হরিয়ানার নু জেলায় নিয়ে যাওয়া হচ্ছিল। দেখুন ভিডিওতে সেই ঘটনাটি