ভাঙা পায়ে তেল মালিশ মায়ের, মৃত্যু ছেলের, ঘটনা থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ চিকিত্সকদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 May 2017 05:59 PM (IST)
নয়াদিল্লি: তেল মালিশও ডেকে আনতে পারে মৃত্যু, ভাবতে পারছেন! অন্তত সম্প্রতি এমনই এক ঘটনায় কার্যত স্তম্ভিত এইমস-এর চিকিত্সকেরা। এক তরুণ ব্যাডমিন্টন প্লেয়ারের পা ভেঙেছিল। ছেলের আরাম হবে এবং যন্ত্রণা থেকে মুক্তি হবে ভেবে মা ভাঙা পায়ে তেল মালিশ করেন। কিন্তু তার জেরে শ্বাসজনিত সমস্যা শুরু হয় সেই তরুণের। অবশেষে সেই সমস্যা থেকেই মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটেছিল গতবছর দিল্লিতে। কিন্তু কেন এমন হল? চিকিত্সকদের দাবি তরুণের মা তেল মালিশ করায় ছেলের পায়ের জমাট বাধা রক্ত শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। সেই রক্ত ফুসফুসের ধমনীতে চলে যায়। তারপরই শুরু হয় শ্বাসকষ্ট। এর জেরেই মৃত্যু হয় ওই তরুণের। ছেলের শ্বাসকষ্ট শুরু হলেই তাঁকে চিকিত্সকের কাছে নিয়ে যায় পরিবারের লোক, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি ডাক্তারেরা। এই ঘটনা থেকে সাধারণ মানুষকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। তাঁদের দাবি, না জেনে জোরে জোরে মালিশ করলে বা বলপ্রয়োগ করলে, সেটা অনেক সময় মৃত্যুও ডেকে আনতে পারে। তাই সতর্ক হওয়া এবং কিছু করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া একান্ত আব্যশিক।