হলে ‘দঙ্গল’ দেখতে দেখতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু! বোঝা গেল হাফ-টাইমে
Web Desk, ABP Ananda | 17 Jan 2017 07:22 PM (IST)
আমদাবাদ: আমির খান অভিনীত ছবি ‘দঙ্গল’ দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এক ব্যক্তি। পাশে বসা স্ত্রীও ঘুণাক্ষরে টের পাননি। বিরতির সময় তিনি জানতে পারেন। ঘটনায় প্রকাশ, অভয় সিংহ নামে ৩৭ বছরের ওই ব্যক্তি গুজরাতের চন্দ্রখেড়ার একটি শপিং মলে কাজ করতেন। গত ১৪ তারিখ, স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি গিয়েছিলেন মোতেরার একটি মাল্টিপ্লেক্সে ‘দঙ্গল’ দেখতে। পুলিশের কাছে স্ত্রী বয়ানে জানান, রাত পৌনে আটটা নাগাদ ছবির বিরতির সময় তিনি দেখেন যে তাঁর স্বামী অচৈতন্য অবস্থায় রয়েছেন। তাঁকে জাগানোর চেষ্টা করা হলে, অভয়ের কোনও সাড়া না মেলায় হল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে হলের নিজস্ব আপৎকালীন পরিষেবার সহায়তায় অভয়কে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। সেখানেই অভয়কে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অভয়ের দেহ ময়না তদন্তে পাঠানো হয়। যদিও, প্রাথমিকভাবে চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে।