নয়াদিল্লি: করোনা মোকাবিলায় ত্রাণ তহবিল গড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজের সব স্তরের মানুষকে অর্থদানের আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে অনেকেই এগিয়ে আসছেন, অনুদান দিচ্ছেন করোনা ত্রাণ তহবিলে। বিভিন্ন শিল্পগোষ্ঠী বেশ কয়েক কোটি টাকা করে দান করেছে। অক্ষয় কুমার থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, সকলেই অর্থ দান করেছেন।

তবে তাঁদের মধ্যেই আলাদা করে নজর কেড়ে নিলেন সঈদ আতাউর রহমান। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০১ টাকা দান করেছেন লখনউয়ের যুবক। যা দেখে মুগ্ধ মোদি। সঈদের প্রশংসা করেছেন সোশ্যাল মিডিয়ায়। জানিয়েছেন, কোনও অনুদানই কম নয়।

শনিবার সন্ধ্যায় সঈদ ট্যুইট করে জানান, তিনি গুগল পে অ্যাপের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০১ টাকা দিয়েছেন। সঙ্গে সেই অনুদানের জন্য পাওয়া রসিদও তিনি ট্যুইটারে শেয়ার করেন। লেখেন, ‘করোনা ভাইরাসের মোকাবিলা করার জন্য খুব সামান্য অনুদান নরেন্দ্র মোদিজি।’



সঈদের উদ্যোগের তারিফ করেন মোদি। তিনি সঈদের ট্যুইট রিট্যুইট করে লেখেন, ‘বেশি বা কম বলে কিছু হয় না। প্রত্যেক অনুদানই গুরুত্বপূর্ণ। এর থেকে বোঝা যায় করোনা ভাইরাসকে পরাস্ত করতে আমরা কতটা ঐক্যবদ্ধ।’ যাঁরা অনুদান দিচ্ছেন, তাঁদের প্রত্যেকেরই প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।