চণ্ডীগড়: ছেলে-মেয়ের ওপর অশুভ শক্তির প্রভাব পড়েছে। কবল মুক্ত করতে দুই সন্তানকে হাই ভোল্টেজ বিদ্যুতের শক দিল বাবা। দুটি শিশুরই বয়স পাঁচের নীচে। স্বাভাবিক ভাবেই শক সহ্য করতে না পেরে বুধবার মৃত্যু হয়েছে দুই শিশুরই। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের ভাতিন্দার কাটাফাট্টা গ্রামে।
সূত্রের খবর, শিশু দুটির বাবা কুলবিন্দর সিংহ এই পুরো কাজটিই করেছে তার মায়ের নির্দেশে। কুলবিন্দরের মা এক স্বঘোষিত তান্ত্রিক। ওই মহিলার দাবি সে তার নাতি-নাতনিকে অশুভ শক্তি থেকে এভাবে শক দিয়ে মুক্তি দেওয়ার পর, ফের জীবন দিতে পারবে। যদিও বাস্তবে তেমন কিছুই ঘটেনি।
প্রসঙ্গত, গত তিনদিন ধরে পাঁচ বছরের রণজুধ সিংহ এবং তার তিন বছরের বোন ইনামিকাকে বেধড়ক মারধর করে তাদের বাবা। এরপর তাদের বিদ্যুতের শক দেওয়া হয়। অবশেষে এই অমানবিক অত্যাচার সহ্য করতে না পেরে, বুধবার দুটি দুধের শিশুর মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্ত কুলউইন্দার সিংহ এবং তার মা নির্মল কউরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে পেশ করা হয়। আপাতত তারা পুলিশ হেফাজতে রয়েছে।
এই ঘটনায় শিশু দুটির মা অমরজিত কউর তাঁর স্বামী এবং শাশুড়ির কাছে বাচ্চা দুটির প্রাণভিক্ষা চেয়েছিলেন। একাধিকবার তাঁদের এধরনের কাজ করতে নিষেধ করেন। কিন্তু তাঁর কোনও কথাই কেউ শোনেননি। এই ঘটনার সময় অমরজিতকে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। জানা গিয়েছে, ওই এলাকার অনেকেই নির্মলকে ভয় করে, কারণ তার নামে তন্ত্র সাধনার মতো ভয়ঙ্কর কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
অশুভ শক্তি ভর করেছে, দুই বাচ্চাকে বেধড়ক মেরে ইলেকট্রিক শক বাবার!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Mar 2017 03:53 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -