নোট বাতিলে মেয়ের বিয়ের টাকা জোগাড় হয়নি, আত্মহত্যা বাবার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Nov 2016 05:27 PM (IST)
রাজকোট: মেয়ের বিয়ের টাকা জোগাড় হয়নি। ব্যাঙ্ক থেকেও বদলাতে পারছেন না টাকা। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা বাবার। নিজের জমানো কিছু টাকা এবং আত্মীয়স্বজনদের থেকে কিছুটা ধার নিয়ে মেয়ের বিয়ের অনুষ্ঠান সেরে ফেলতে পারবেন বলে ভেবেছিলেন রাজকোটের খোদিয়ারনগর এলাকার বাসিন্দা দলিত সম্প্রদায়ের ত্রিভূবন সুমেসারা(৪৫)। আগামী মাসেই তাঁর মেয়ের বিয়ে। কিন্তু সমস্যায় পড়েন প্রধানমন্ত্রীর নোট বাতিলের ঘোষণার পর। আত্মীয়স্বজনরা জানান, তাঁরা অর্থসাহায্য করতে পারেন, কিন্তু তাঁদের কাছে সবই ৫০০, ১০০০ টাকার নোট। এত অল্প সময়ে কী করে বাতিল নোট বদলাবেন, তার ওপর দৈনিক টাকা তোলার উর্ধ্বসীমাও বেঁধে দিয়েছে কেন্দ্র, এ সবকিছু নিয়েই চরম ভোগান্তির মধ্যে পড়েন তিনি। কেমন করে সব সামলাবেন, তা কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না। পুলিশ জানিয়েছে, তাঁর ছেলে প্রথম তাঁকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। তত্ক্ষণাত অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। পরিবার সূত্রে খবর, সুমেসারা পেশায় দিনমজুর ছিলেন। দুবার হার্ট অ্যাটাক হওয়ায় পর আর কাজে যেতে পারেন না তিনি। তাঁর ছেলে বছর ২১-এর অজয় স্থানীয় এক কারখানায় কাজ করেন।