আগ্রা: শোনা যায়, জেলে থেকেও নিজের মেজাজ-মর্জি মতোই চলে বাঘা বাঘা ডনেরা। সেখানেও নাকি তারা জাঁকিয়ে বসে সাম্রাজ্য চালায়। কিন্তু ইনিই বা কম কীসে? আগ্রা জেল থেকে এক বন্দি সম্প্রতি হঠাত্ পালিয়ে যায়। বান্ধবীর সঙ্গে এক সপ্তাহ গোয়ায় কাটিয়ে আবার ফিরেও আসে সাজার বাকি মেয়াদ খাটার জন্য।
একটি সর্বভারতীয় দৈনিকের খবর, জিতেন্দ্র নামে ওই আসামী ২০১৪ সালে সাজা খাটতে জেলে ঢোকে। নভেম্বরে জেল সুপারের কাছে এক সপ্তাহের ছুটি চায় সে। বলে, গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করবে। আর্জি নাকচ হয়ে যায়। তখন সে দাবি করে, ঠাকুমা খুব অসুস্থ, তাকে বাড়ি যেতেই হবে। কিন্তু পরিবারের কাছে টাকাপয়সাও নেই যে জামিনের আবেদন করবে। তাকে যেতে দেওয়া হোক। তবে জেলকর্তার সম্মতি মেলেনি। কিন্তু দমানো যায়নি জিতেন্দ্রকে। আচমকা সে উধাও হয়ে যায়। এক সপ্তাহ বাদে আবার ফিরেও আসে। বান্ধবীকে নিয়ে গোয়ায় বেড়িয়ে এসেছে বলে জানা যায়।
কী করে সে জেল থেকে বেরল, সেটা রহস্য। তবে কর্তব্যে গাফিলতির অভিযোগে ঘটনার দিন ডিউটিতে থাকা দুজন পুলিশ অফিসার সাসপেন্ড হয়েছেন।