ভদোদরা: মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণ করায় দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে জোড়া যাবজ্জীবনের সাজা দিল গুজরাতের একটি আদালত।

২০১৬ সালে ভদোদরার এম এস বিশ্ববিদ্যালয়ের কর্মী আবাসনের মধ্যে মানসিক প্রতিবন্ধী ১০ বছরের ওই কিশোরীকে ধর্ষণের দায়ে লালজি পারমার নামে ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেন জেলা ও দায়রা বিচারক এন এল দাভে।

সরকারি কৌঁসুলির সওয়াল এবং প্রাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে প্রথমে লালজিকে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জরিমানা ধার্য করেন বিচারক। পাশাপাশি, পকসো আইনের ধারাতেও দোষীকে যাবজ্জীবনের সাজা দেওয়া হয়। বিচারক জানান, দুটি সাজাই সামান্তরাল চলবে।

সরকারি কৌঁসুলি জানান, ওই বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং বিভাগে পিওন হিসেবে কর্মরত ছিল লালজি। ২০১৬ সালের ২৮ অগাস্ট নিজের আবাসনের লাগোয়া একটি ঘরে মেয়েটিকে ধর্ষণ করে লালজি।

কিশোরীর মা জানান, অপরাধ করার পর ঘর থেকে বের হতে তিনি লালজিকে দেখে ফেলেন। সঙ্গে সঙ্গে কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নির্যাতিতাকে পরীক্ষা করে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা।