ঠাণে: এক মহিলাকে ধর্ষণের জন্য ২৬ বছরের এক ব্যক্তিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিল ঠাণের একটি আদালত।
এদিন অতিরিক্ত দায়রা বিচারক এস সি খালিপে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৩ ও ৫০৬(২) ধারায় অশোককৃষ্ণ মুকনেকে দোষী সাব্যস্ত করেন। ৭ বছরের হাজতবাসের পাশাপাশি ওই ব্যক্তিকে ৭ হাজার টাকা জরিমানাও ধার্য করেন বিচারক।
সরকারি কৌঁসুলি জানান, ২০১৩ সালের ১০ অক্টোবর মঙ্গরুল গ্রামের বাসিন্দা ২৫ বছরের ওই গৃহবধূ বাড়ি ফিরছিলেন। পালঘরের কাছে ওয়াড়া মহকুমার অন্তর্গত মঙ্গরুল সড়কে মহিলার পথ আটকায় অশোক।
প্রাণনাশের হুমকি দিয়ে মহিলাকে পাশের ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণ করে সে। ধর্ষকের হাত থেকে কোনওমতে মুক্তি পেয়ে দৌড়ে স্থানীয়দের সাহায্য চান মহিলা। তাঁরাই তাঁকে উদ্ধার করেন।
সেদিনই, পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়।