শাহদোল: ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন করার অপরাধে ৩৫ বছরের ব্যক্তিকে মৃত্যুদণ্ডের সাজা দিল আদালত। ঘটনাটি মধ্যপ্রদেশের শাহদোল অঞ্চলের। মঙ্গলবার, এই ঘটনার ৪ বছর পর বুরহার শহর অতিরিক্ত জেলা ও দায়রা বিচারপতি আর জি প্রজাপতি রামনাথ কেভাত নামে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে।
এই ঘটনাকে “মানবতার অপমান” বলে বর্ণনা করেন বিচারপতি। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬-এর এ(ধর্ষণে মৃত্যু), ৩০২(খুন) ও ২০১(উপযুক্ত প্রমাণের অনুপস্থিতি) ধারায় এবং পকসো আইনে দোষী সাব্যস্ত করা হয় কেভাতকে।
২০১৫ সালের ৯ জুন ঘটনাটি ঘটেছিল ঝগরাহা গ্রামের সোহাগপুর অঞ্চলে। বিকেল থেকেই বালিকাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সেদিন। সন্ধ্যায় নাবালিকার মা বাবা একটি ঘরে শুকনো ঘাসের ঢিবির আড়ালে তার দেহ দেখতে পান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা কেতাভকে বারবার ওই ঘরে ঢুকতে বেরতে দেখেছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও তথ্যপ্রমাণ অনুযায়ী মামলা রুজু করা হয়। আদালত ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারার প্রতিটির জন্য কেভাতকে ২০০ টাকা করে জরিমানা করেছে।
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন মধ্যপ্রদেশে, মৃত্যুদণ্ড
Web Desk, ABP Ananda
Updated at:
06 Mar 2019 05:40 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -