নামাক্কল: নিজেরই ছোট্ট মেয়েকে ধর্ষণ করে খুনের দায়ে তামিলনাড়ুর এক ব্যক্তিকে দুবার যাবজ্জীবন কারাদণ্ড দিল স্থানীয় এক ফাস্ট ট্র্যাক কোর্ট।
অপরাধীর নাম ভূপতি। চল্লিশোর্ধ্ব এই ব্যক্তি এখন মেয়েকে নামাক্কল জেলার ভেগাকাউন্দনপট্টি এলাকায় শিক্ষকতা করত। ২০১৪ সালে বেশ কিছুদিন ধরে নিজের মেয়েকে ধর্ষণ করে সে, বন্দি করে রেখে দেয়। তারপর গত বছর খুন করে।
ফাস্ট ট্র্যাক মহিলা আদালতের বিচারক তাকে দুবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, মেয়েকে ধর্ষণ ও বন্দি রাখার কারণে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।
নিজের শিশুকন্যাকে ধর্ষণ-খুন, দুবার যাবজ্জীবন কারাদণ্ড এই ব্যক্তির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Oct 2017 01:32 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -