জয়পুর: নিজের কিশোরী মেয়েকে একাধিকবার ধর্ষণ করার অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবনের সাজা দিল আদালত। এদিন বিশেষ বিচারক রাজস্থানের কোটা জেলার কাইথুন এলাকার ওই বাসিন্দাকে পকসো ও ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করেন। যাবজ্জীবনের পাশাপাশি, ওই ব্যক্তিকে আরও ৫০ হাজার টাকা জরিমানাও করেছে আদালত।
সরকারি কৌঁসুলি জানিয়েছেন, নিত্যদিনের অত্যাচার সহ্য করতে না পেরে ২০১৭ সালের মে মাস থেকে নির্যাতিতার মা তাঁর তিন সন্তানকে নিয়ে স্বামীর থেকে আলাদা বসবাস করতে শুরু করেন।
কিছুদিন পর, স্ত্রীকে ফিরিয়ে না নিলেও, এক ছেলে ও এক মেয়েকে দেখভালের নামে নিজের কাছে নিয়ে আসে ওই ব্যক্তি। এরপর, সেখানেই নিজের কিশোরী মেয়ের ওপর মাসের পর মাস ধরে যৌন অত্যাচার চালাতে থাকে ওই ব্যক্তি।
মে মাসে মায়ের কাছে বাবার এই বিকৃত লালসার কথা খুলে বলে কিশোরী। মেয়ের ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে সঙ্গে সঙ্গে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। এই প্রেক্ষিতে জুনে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
নিজের মেয়েকে মাসের পর মাস ধর্ষণ, যাবজ্জীবন সাজা ব্যক্তির
Web Desk, ABP Ananda
Updated at:
22 Jul 2018 03:40 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -