নয়াদিল্লি : ছয় বছর আগে স্ত্রীকে ২১ বার ধারালো ছুরির কোপ মেরে খুনের অপরাধে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখল দিল্লি হাইকোর্ট।
সাজা ঘোষণা করতে গিয়ে আদালত বলেছে,ওই মহিলার আঘাত এতটাই নৃশংস ছিল যে তাঁর খুলির হাড়েও চিড় ধরে যায়। এক্ষেত্রে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত দেবেন্দ্র দাসের আর্জি খারিজ করে বিচারপতি সুনীল গৌর ও বিচারপতি প্রতিভা এম সিংহের বেঞ্চ বলেছে, এই আর্জির কোনও সারবত্তাই নেই।
২০১২-র ৩১ অক্টোবর ও ১ নভেম্বর রাতে স্ত্রীর ওপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল দাস। ২১ বার স্ত্রীর শরীরে কোপ মারে সে। শুধু তাই নয়, ইঁট দিয়েও স্ত্রীর দেহে আঘাত করে সে।দাম্পত্য কলহের জেরেই সে এ রকম নৃশংসভাবে স্ত্রীকে খুন করেছিল।
হাইকোর্টের বেঞ্চ বলেছে, ওই ব্যক্তি কোনওরকম প্ররোচনা ছাড়াই স্ত্রীকে নৃশংসভাবে খুন করে।
দাস দাবি করেছিল যে, তাকে এই মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বাড়িওয়ালার কাছ থেকে এই ঘটনার খবর পেয়েছিল পুলিশ।
২১ বার ছুরির কোপ মেরে স্ত্রীকে খুন, যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Feb 2018 12:25 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -