কোরবা:  মুম্বইয়ে গিয়ে সিনেমার তারকাদের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ছত্তীসগড়ের কোরবা জেলা থেকে দুই আদিবাসী নাবালিকা বোনকে অপহরণ করে ধর্ষণ। পরে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। সম্প্রতি আদালতের রায় দুই দোষী সাব্যস্তের মধ্যে মূল অভিযুক্তের যাবজ্জীবন হয়েছে। এছাড়া অপর অভিযুক্তকে দশ বছর কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে। এছাড়া তাদের ১৮ হাজার ও ১২ হাজার টাকা জরিমানাও জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।


কোরবার বিশেষ আদালতের বিচারক বিজয় কুমার এক্কা এই রায় ঘোষণা করেছেন।

ঘটনাটি ঘটেছিল ২০১৪ সালের সেপ্টেম্বরে। দুই নাবালিকা ঝাগরাহা গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে তাদের ওই দুই তরুণ এসে বলেছিল মুম্বই গিয়ে ছবির তারকাদের সঙ্গে আলাপ করিয়ে দেবে। কিন্তু তার বদলে ধৃতরা দুজনকে আমদাবাদে নিয়ে চলে যায়। সেখানে টানা তিন মাস ধরে তাদের ধর্ষণ করা হয়। পরে জানুয়ারি ২০১৫-এ দুই তরুণকে গ্রেফতার করে পুলিশ। সেসময় তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩, ৩৬৬, ৩৭৬ (২) এবং পক্সো আইনে মামলা দায়ের করা হয়।