ভাতিন্ডা(পঞ্জাব) :   বিয়েবাড়িতে বরের বন্ধুদের সঙ্গে নাচ করতে রাজি না হওয়ায় প্রকাশ্যে নর্তকীকে গুলি। হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। সূত্রের খবর, বছর ২২-এর কুলবিন্দর সিংহ নামে ওই নর্তকী সন্তানসম্ভবা ছিলেন। গোটা ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে।

পঞ্জাবের ভাতিন্ডার স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির ছেলের বিয়ে উপলক্ষ্যে চলছিল নাচগান। মঞ্চে নাচ করছিলেন বেশ কয়েকজন নর্তকী। নাচ চলাকালীন হঠাত্ই শোনা যায় বন্দুকের আওয়াজ। কিছু বুঝে ওঠার আগে স্টেজেই লুটিয়ে পড়েন শিল্পী। মৃত্যু হয় তাঁর।

পুলিশ জানিয়েছে, মদ্যপ অবস্থায় বরের বন্ধুরা স্টেজে উঠতে নাচ করতে চেয়েছিল। কিন্তু সেই দাবি মানা হয়নি। প্রত্যাখ্যান মেনে নিতে না পেরে তাদের মধ্যে বিল্লা নামে একজন খুব কাছ থেকে গুলি চালায়। গুলি গিয়ে লাগে কুলবিন্দরের মাথায়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় তাঁর।

পুলিশ জানিয়েছে, বিল্লা সহ চারজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

দেখুন সেই ভিডিও: