পুনে: মহারাষ্ট্রের পুনে জেলার খেড় তহশিলের দাওয়াদি গ্রামে ভয়ঙ্কর হত্যাকাণ্ড। চলন্ত বাসে ১৮ বছরের এক তরুণকে কুপিয়ে খুন করল এক দুষ্কৃতী। ঘটনার আকস্মিকতায় ও নৃশংসকতার স্তম্ভিত হয়ে পড়েন বাসের অন্যান্য যাত্রীরা। পুলিশ সূত্রে এ খবর জানা গেছে।
গত মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নিহত তরুণের বোনের ছবি ও ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিল। সম্প্রতি মেয়েটির পরিবার অভিযুক্তের বিরুদ্ধে থানায় শ্লীলতাহানির মামলা দায়ের করেছিল। অভিযুক্ত আবার ওই পরিবারের আত্মীয়। সে অশ্লীল বিষয়বস্তু সহ মেয়েটির ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এই কারণে রেগে গিয়ে প্রতিশোধ নিতে চেয়েছিল। গত মঙ্গলবার সকালে মৃত তরুণ দাওয়াদি বাস স্ট্যান্ড থেকে বাসে ওঠেন। অভিযুক্ত আগে থেকেই বাসে উঠে বসেছিল। বাস চলতে শুরু করতেই অভিযুক্ত পিছন থেকে উঠে এসে ওই তরুণের ওপর ধারালো ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। বাসের অন্যান্য যাত্রীরা হতচকিত হয়ে যান। তাঁরা চিত্কার-চেঁচামেচি শুরু করেন। চালক বাস থামিয়ে দেন।
বাস থামার সঙ্গে সঙ্গে অভিযুক্ত নেমে পালিয়ে চম্পট দেয়।
পুলিশ এই ঘটনায় মামলা রুজু করেছে এবং অভিযুক্তের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি।