রাজসামন্ড ও মালদা:  গাঁইতি দিয়ে এলোপাথারি কোপ। বারবার প্রাণভিক্ষার আর্জি। তাতেও থামল না খুনি! নেমে এল উপর্যুপুরী আঘাত! দেহ যখন আর নড়ছে না, তখনও চপারের পরপর কোপ! এখানেই শেষ নয়। দেহের উপর ছড়িয়ে দেওয়া হল কেরোসিন! এরপর ছুড়ে দেওয়া হল দেশলাই কাঠি! আগাগোড়া ক্যামেরাবন্দি করা হল গোটা ঘটনা! সেই ছবি ছড়িয়ে দেওয়া হল ইন্টারনেটে!
বিজেপি শাসিত রাজস্থানে ফের নারকীয় হত্যাকাণ্ড। রাজসমন্দ জেলায় পশ্চিমবঙ্গের বাসিন্দাকে কুপিয়ে খুন। দেহ জ্বালানোর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। শিউরে ওঠার মতো এই ঘটনায় তোলপাড় দেশ।
নারকীয় হত্যাকাণ্ডের পর খুনি ক্যামেরার সামনে এসে যা বলল, তাতে শুনে যে কেউ শিউরে উঠবেন। কুপিয়ে খুনের পর এসে বলছে, জেহাদিদের কোনও জায়গা নেই। যে এরকম করবে তাদের এই পরিণতিই হবে।
যাঁকে এভাবে নৃশংসভাবে কুপিয়ে, পুড়িয়ে মারা হল, তিনি একজন বঙ্গ সন্তান। মালদার কালিয়াচক থানা এলাকার সৈয়দপুরের বাসিন্দা। নাম- আফরাজুল খান। কর্মসূত্রে সম্প্রতি মালদা থেকে রাজসমন্দে যান এই ব্যক্তি।
পুলিশ সূত্রে খবর, বুধবার কাজ দেওয়ার নাম করে আফরাজুলকে একটি নির্জন জায়গায় নিয়ে যান শম্ভুলাল রেগর নামে এক ব্যক্তি। আফরাজুলকে বাইক থেকে নামানোর পরেই শুরু হয় হত্যালীলা!
পুলিশ বলেছে, শম্ভুলাল রেগার কাজ দেওয়ার লোভ দেখিয়ে তাঁকে ডেকে আনে, তারপর প্রথমে কুঠার দিয়ে ও পরে পুড়িয়ে নৃশংসভাবে খুন করে। এক বন্ধুকে দিয়ে ঘটনার ভিডিও-ও করায় সে।
ভিডিওয় দেখা যাচ্ছে, আফরাজুল বারবার প্রাণভিক্ষা চাইছে অভিযুক্তের কাছে। কিন্তু শম্ভুলাল কোনও কথায় কান না দিয়ে উপর্যুপরি আঘাত করছে তাকে। ঘটনাস্থল থেকে আফরাজুলের অর্ধদগ্ধ দেহ উদ্ধার করেছে  পুলিশ, পাওয়া গিয়েছে একটি কুঠার ও বাইক। খুন ও প্রমাণ লোপাটের অভিযোগে মামলা রুজু হয়েছে।
হত্যাকাণ্ডের এই ছবি ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বিজেপি শাসিত রাজস্থান সরকার। গ্রেফতার করা হয় মূল অভিযুক্তকে। রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাবচাঁদ কাটারিয়া এ ব্যাপারে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। বলেছেন, এই খুনে সাম্প্রদায়িক কারণ আছে কিনা খতিয়ে দেখতে। পুলিশ সূত্রে খবর, শম্ভুলালের বোনের সঙ্গে আফরাজুলের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল! এই হত্যাকাণ্ডের সঙ্গে ওই ঘটনার কোনও যোগ রয়েছে কি না তা তদন্ত করে দেখছ পুলিশ।
এই ঘটনার প্রেক্ষিতে ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, রাজস্থানে বাংলার শ্রমিককে নৃশংসভাবে হত্যার নিন্দা করছি। কী করে মানুষ এমন অমানবিক হয়? দুঃখজনক ঘটনা।
ঘটনার নিন্দায় সরব তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিজেপি শাসিত রাজ্যে অনেক কিছুই হয়। পোশাক, খাদ্যে হস্তক্ষেপ করতই, এবার প্রেমেও।
নিহত আফরাজুলের পরিবারের দাবি, বুধবার দুপুরে সোশাল মিডিয়ার মাধ্যমে তাঁরা খুনের খবর জানতে পারেন। তাঁদের দাবি, এখনও সেখানকার পুলিশ কিছু জানায়নি। দোষীর কঠোর শাস্তি চাই।
বিজেপি শাসিত রাজস্থানে প্রকাশ্যে সংখ্যালঘু খুন এই প্রথম নয়! গরু পাচারের অভিযোগে এই রাজস্থানেই রাস্তার উপর পিটিয়ে খুন করা হয়েছিল পেহলু খানকে। সেক্ষেত্রেও মোবাইল ফোনে ছবি তুলে প্রচার করা হয়েছিল।
নভেম্বর মাসে বসুন্ধরা রাজের এই রাজস্থানেই উমর নামে এক যুবককে গরু পাচারের অভিযোগে খুন করে রেললাইনে ফেলে দেওয়া হয়! সেক্ষেত্রেও বহু মানুষের সামনে এই কাণ্ড ঘটানো হয়।


দেখুন ভিডিও