নয়াদিল্লি: বিদেশ থেকে ১০০টি ‘আইফোন X’ মডেল চোরাচালান করতে গিয়ে বমাল ধরা পড়ল এক মধ্যবয়স্ক ব্যক্তি।


খবরে প্রকাশ, ৮৫ লক্ষ টাকা মূল্যের ওই ফোনগুলি সমেত দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস বিভাগের হাতে ধরা পড়ে ওই ব্যক্তি। দফতরের তরফে জানানো হয়েছে, কাস্টমস আইনের ১১০ ধরা অনুযায়ী ওই ফোনগুলি আটক করা হয়। পাশাপাশি, ১০৪ ধারা অনুযায়ী গ্রেফতার করা হয়েছে ব্যক্তিকে। গোটা বিষয়টির তদন্তপ্রক্রিয়া চলছে।


কাস্টমসের অতিরিক্ত কমিশনার আমনদীপ সিংহ জানান, গোপন সূত্রে কাস্টমসের কাছে খবর ছিল। দুবাই থেকে ওই ব্যক্তি দিল্লি পৌঁছতেই তাকে আটক করা হয়। মালপত্রে খানাতল্লাশি চালিয়ে ১০০টি আইফোন টেন উদ্ধার করে কাস্টমস আধিকারিকরা। যার বাজার মূল্য আনুমানিক ৮৫.৬১ লক্ষ টাকা।


বিশেষজ্ঞদের মতে, ২০১৮ সালের প্রথম ত্রৈমাসিকের হিসেব অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোন হল অ্যাপল আইফোন X। ভারতের বাজারেও তার বিপুল চাহিদা। দেশের বাজারে ফোনের ৬৪জিবি মডেলটির দাম ৮৫ হাজার টাকা। সেখানে দুবাইতে ৭০ হাজার টাকায় মেলে এই মডেল।