হায়দরাবাদ: বিয়ের আট দিনের মধ্যে পোস্টকার্ডের মাধ্যমে স্ত্রীকে ‘তালাক’ দিয়ে প্রতারনার অভিযোগে গ্রেফতার ৩৮ বছরের এক ব্যক্তি।
পুলিশ জানিয়েছে, একটি বেসরকারি সংস্থার কর্মী মহম্মদ হানিফ গত ৯ মার্চ ২৬ বছরের এক মহিলাকে বিয়ে করেন। পরের দিনই তিনি বাড়ি থেকে চলে যান। এরপর গত ১৬ মার্চ স্ত্রীকে চিঠি পাঠিয়ে হানিফ জানান, যে তিনি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। হানিফ স্ত্রীকে ফোন করেও তাঁর সিদ্ধান্তের কথা জানান বলে ভবানীনগর থানার ইন্সপেক্টর কে করুণাকর রেড্ডি জানিয়েছেন।
স্বামীর সিদ্ধান্তের কথা জানার পর ওই মহিলা বাবা-মায়ের বাড়িতে ফিরে যান এবং হানিফের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে হানিফের বিরুদ্ধে প্রতারণা ও নৃশংসতার অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল তাঁকে গ্রেফতার করা হয়।
স্ত্রীকে প্রতারণার অভিযোগে গ্রেফতার স্বামী
ABP Ananda, web desk
Updated at:
01 Apr 2017 10:51 AM (IST)
প্রতীকী চিত্র।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -