দুবার স্ত্রীকে ধর্ষণে বিধায়ককে মদত দিয়েছেন! অসমে গ্রেফতার স্বামী
Web Desk, ABP Ananda | 09 Jul 2018 08:14 PM (IST)
হাইলাকান্দি(অসম): স্ত্রীকে ধর্ষণে বিধায়ককে সাহায্য করার অভিযোগে অসমে গ্রেফতার এক ব্যক্তি। ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, অসমের এআইইউডিএফ বিধায়ক নিজামউদ্দিন চৌধুরি তাঁকে দুবার ধর্ষণ করেছেন, প্রথমে ১৯ মে হাইলাকান্দি সার্কিট হাউসে, পরে ২৩ মে তাঁর বাড়িতেই। দুটি ক্ষেত্রেই নিজামউদ্দিনকে মদত দিয়েছেন তাঁর স্বামী। ওই মহিলার এহেন অভিযোগের ভিত্তিতে গত ৭ জুলাই গুয়াহাটির আজারা এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাকে আজ হাইলাকান্দির মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্র্টের আদালতে তোলা হলে পাঁচদিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন তিনি। নিজামউদ্দিন তাঁকে গুয়াহাটি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, তবে তিনি আত্মহত্যার হুমকি দেওয়ায় তিনি সেই পরিকল্পনা বাতিল করেন বলেও অভিযোগ করেছিলেন ওই মহিলা। এও বলেছিলেন, স্বামী তাঁকে জোর করে আটকে রেখেছিলেন, বাড়ি থেকে বেরতে দেননি, তাই তিনি আগে পুলিশের কাছে অভিযোগ জানাতে পারেননি। আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিন অবশ্য অভিযোগ 'পুরোপুরি ভিত্তিহীন', 'আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে' বলে মন্তব্য করেছেন। নিজামউদ্দিনের পাল্টা দাবি, ওই মহিলা স্বামীকে নিয়ে পারিবারিক বিবাদ মেটাতে তাঁর কাছে এসেছিলেন, ওনার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। এদিকে এআইইউডিএফ সভাপতি বদরুদ্দিন আজমল জানিয়ে দিয়েছেন, পুলিশি তদন্তে সত্য উদ্ঘাটনের পর আইন তার নিজের পথে চলবে।