মুম্বই:  নভি মু্ম্বইয়ের তুর্ভে স্টেশনে কুড়ির এক তরুণী হেঁটে আসছিলেন। আচমকাই তাঁকে জড়িয়ে ধরে জোর করে চুমু খেতে গিয়ে গ্রেফতার ৪৩ বছর বয়সি এক প্রৌঢ়। আসলে ওই প্রৌঢ় বুঝতে পারেনি, সিসিটিভি ক্যামেরা দিয়ে আরপিএফ জওয়ানরা তার দিকে নজর রাখছিল। তাই ওই ঘটনা ঘটানোর মিনিট খানেকের মধ্যেই গ্রেফতার হয়ে যায় ওই ব্যক্তি।

ঘানসোলি স্টেশন থেকে ট্রেন ধরার জন্যে দাঁড়িয়ে ছিলেন ওই তরুণী। সেই সময়ই আচমকা নরেশ.কে.জোশী নামের ওই ব্যক্তি মহিলার ওপর ঝাঁপিয়ে পড়ে।সকাল ১১ বেজে ২৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। সাব ইন্সপেক্টর ডি.কে.শর্মা দীর্ঘক্ষণ ধরেই ওই ব্যক্তির ওপর নজর রাখছিলেন। তিনিই আরপিএফ জওয়ানদের ওই ব্যক্তিকে গ্রেফতারির নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, নিজের দোষ কবুল করেছে ওই ব্যক্তি। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (এ) ধারায় মামলা শুরু হয়েছে।